Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেক দফায় কল্যাণ ট্রাস্টের টাকা পেয়েছেন শিক্ষকেরা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২১ ১৭:৫৪

ঢাকা: শিক্ষক কল্যাণ ট্রাস্টের টাকা নিয়মিত পাওয়া নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। টাকা পাওয়ার পন্থা নিয়ে নাখোশ শিক্ষকেরা। তবে করোনাকালে এই ট্রাস্টের কাজে এসে গতি। শিক্ষকদের পাওনা বুঝিয়ে দিতে এই প্রতিষ্ঠান নিয়মিত হচ্ছে আরও।

এরই ধারাবাহিকতায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন করে প্রায় ৫১১ কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকা ছাড় দিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। চলতি বছরের মে পর্যন্ত অবসরে যাওয়া শিক্ষকেরা পাচ্ছেন এই টাকা।

বিজ্ঞাপন

কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, ‘শিক্ষকদের শেষ জীবনকে আরেকটু সহজ করে দিতেই এই প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে জানি তবুও আমরা চেষ্টা করি ভালোবাসার জায়গা থেকে।’

তিনি জানান, এই দফায় ১১ হাজার ৫৬৮ জন শিক্ষক-কর্মচারীকে ৫১১ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৯৮৩ টাকা দিতে পারছে ট্রাস্ট।

তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৭১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ২৪ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৫০ টাকা পেয়েছেন। রোববার সপ্তাহের প্রথম কর্ম দিবসেই ব্যাংকে এই টাকা পাঠানো হয়েছে।’

সাজু বলেন, ‘মুজিববর্ষে আমাদের এখানে প্রতিটি কর্মী সেবার মানসিকতা আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিও নিচ্ছেন না। এই দায়িত্ব দেশ ও শিক্ষকদের কাছে দায়বদ্ধতা থেকেই করছি আমরা।’

সারাবাংলা/টিএস/একে

ট্রাস্ট বেসরকারি শিক্ষক শিক্ষক কল্যাণ ট্রাস্ট

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর