চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
২১ জুন ২০২১ ১৭:৪৯ | আপডেট: ২১ জুন ২০২১ ১৭:৫০
চট্টগ্রাম ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। প্রায় দেড় বছর ধরে তিনি কারাগারে ছিলেন।
সোমবার (২১ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ওই হাজতির মারা যান। মৃত মো. হান্নান (৪১) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম শোলকাটা গ্রামের ছদর আলীর ছেলে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মুনির হোসেন জানিয়েছেন, নারী নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় ২০১৯ সালের ১০ নভেম্বর থেকে হান্নান কারাগারে ছিলেন। গত শনিবার অসুস্থবোধ করায় তাকে প্রথমে কারা হাসপাতালে এবং পরবর্তীতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) ভোরে হান্নানের মৃত্যু হয়েছে।’
হান্নানের লাশ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি জেলার মুনির হোসেন।
সারাবাংলা/আরডি/এমও