ডিএসই’র প্রধান সূচক ৪০ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে
২১ জুন ২০২১ ১৭:৩৩ | আপডেট: ২১ জুন ২০২১ ২১:২৪
ঢাকা: পুঁজিবাজারে সূচকের বড় ধরনের উথান হয়েছে। সোমবার (২১ জুন) দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১২৫ পয়েন্টে উন্নীত হয়। এটি আগের ৪০ মাসের মধ্যে একদিনে সূচকের সর্বোচ্চ অবস্থান।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেয়ারবাজারের লেনদেন উত্থানে শুরু হয়ে শেষও হয়েছে উত্থানে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। দুই কার্যদিবস বাদে টাকার পরিমাণে লেনদেন আবারও দুই হাজার কোটি টাকার ঘরে হয়েছে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০ মাস পর ৬ হাজার ১০০ পয়েন্ট অতিক্রম করেছে।
এর আগে, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ডিএসইএক্স সূচকটি ৬ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছিল। এদিকে সূচকের পাশাপাশি এদিন ডিএসইর আর্থিক লেনদেন দু’দিন পর আবারও দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
এদিকে সোমবার দিনশেষে ডিএসইতে ৩৭২টি কোম্পানির ৬৩ কোটি ৪০ লাখ ২২ হাজার ৮৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ১১৯টির এবং ২৯টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।
দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকা। আগের দিন রোববার ডিএসইতে লেনদেন হয়েছিলো ১ হাজার ৮৩৫ কোটি ২৫লাখ টাকা।
এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৬ পয়েন্ট কমে ৬ হাজার ১২৫ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৫ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২০ পয়েন্টে উন্নীত হয়।
অন্যদিকে, সোমবার অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০৯টি কোম্পানির ২ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৮৭৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির কোম্পানির শেয়ারের দাম।
দিনশেষে সিএসইতে ৭৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ১৫৩ কোটি ৮১ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৭৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৭৬২ পয়েন্টে উন্নীত হয়।
সারাবাংলা/জিএস/এমও