ঢাকা বিভাগের ৭ জেলায় ‘লকডাউন’ ঘোষণা
২১ জুন ২০২১ ১৬:০৯ | আপডেট: ২১ জুন ২০২১ ১৮:৪৮
ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা বিভাগের সাত জেলায় আগামীকাল মঙ্গলবার (২২ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলাগুলো হলো—নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ি, গাজীপুর ও গোপালগঞ্জ।
সোমবার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিভাগের সাত জেলায় সকল কার্যাবলী ও জনসাধারণের চলাচল আগামী ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।
তবে এই সময়ে জরুরি পরিষেবা যেমন—কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি), খাদ্য শষ্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরন, স্বাস্থ্যসেবা, করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ, বিদ্যুৎ, পানি, গ্যাস/ জ্বালানি ফায়ার সার্ভিস, বন্দরসমূহের নদী বন্দর, কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, (সরকারি/ বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি অত্যাবশ্যক সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী যানবাহন এবং পণ্যবাহী ট্রাক, লড়ি এই সিদ্ধান্তের আওতা বহির্ভূত থাকবে।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা লক্ষ্য করেছি হঠাৎ করে আবার করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা আগামী সাত দিন ঢাকা বিভাগের সাত জেলায় লকডাউন দিয়েছি। এই সময়ে জরুরি কাজে নিয়োজিত যানবাহন ছাড়া কোনো গণপরিবহন চলতে পারবে না। মানুষজনের যাতায়াত বন্ধ থাকবে। সব ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে ওইসব জেলা প্রশাসন চাইলে করোনাভাইরাসের সংক্রমণ কম বেশি বিবেচনা করে সেসব জেলা বা এলাকার লকডাউন শিথিল এবং নির্দেশনা দিতে পারবেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। প্রথম দিকে যানবাহন চলাচল, অফিস আদালতের কার্যক্রমে কঠোরতা থাকলেও পরে ধাপে ধাপে তা শিথিল করা হয়। জীবন জীবিকার কথা চিন্তা করে খুলে দেওয়া হয় শপিংমল দোকানপাট, গণপরিবহনও। এরপর গত ৬ মে থেকে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। সবশেষ গত ১৬ জুন বিধিনিষেধ আগের ধারাবাহিকতায় ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
সারাবাংলা/জেআর/এসএসএ