Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ ক্যাম্পাসে আবাসন-পরিবহন ফি প্রত্যাহার চায় ছাত্রলীগ

ঢাবি করেস্পন্ডেন্ট
২১ জুন ২০২১ ১৫:৪৩ | আপডেট: ২১ জুন ২০২১ ১৭:৩৩

ঢাকা: দেড় বছরের কাছাকাছি সময় ক্যাম্পাস বন্ধ থাকার সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আবাসন ফি এবং পরিবহন ফি নিচ্ছে কর্তৃপক্ষ। এই ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট।

সোমবার (২১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরীধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এই সমাবেশে আবাসন ফি ও পরিবহন ফি প্রত্যাহার, শিক্ষার্থীদেরকে দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় আনা, মাদকমুক্ত ক্যাম্পাস এবং বিদ্যমান আবাসন সংকট সমাধানের আহ্বান জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীবান্ধব ভূমিকা প্রশ্নবিদ্ধ দাবি করে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গত ১৫ মাস ধরে বন্ধ রয়েছে। অথচ শিক্ষার্থীদের নিকট থেকে ১০৮০ টাকা পরিবহন ফি নেওয়া হচ্ছে। আবাসন ফি নেওয়া হচ্ছে। এগুলো সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। যদি আবাসন ও পরিবহন ফি নেওয়া বন্ধ না করা হয়, তাহলে আমরা ধরে নেব বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিকতা রং রুটে চলে গেছে। প্রশাসনের শিক্ষার্থী বান্ধব ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে শিক্ষার্থীদের কাছে।’

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের টিকা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাদ্দাম হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়হীতার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীরা টিকার আওতায় আসেনি। অপরদিকে মেডিকেল-ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা টিকার আওতায় এসেছে।’

বিজ্ঞাপন

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিৎ চন্দ্র দাস বলেন, ‘এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো মাদকসেবীর আশ্রয়খানা হতে পারে না। এই ক্যাম্পাস দুর্নীতিবাজদের আশ্রয়খানা হতে পারে না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, আপনারা তাদের সহায়তা নিয়ে একটি নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলবেন এটা আমাদের দাবি। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমাদের শিক্ষার্থীদের সহায়তা নেন, নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরীতে আমরা আপনাদের সহায়তা করব।’

এ সময় সঞ্জিত চন্দ্র দাস দ্রুততম সময়ের মধ্যে আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনেশনের আওতায় এনে ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার দাবি জানান।

সারাবাংলা/আরআইআর/একে

ছাত্রলীগ টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর