ভোলায় স্বতন্ত্র প্রার্থীর হামলায় আ.লীগ প্রার্থীর ১০ কর্মী আহত
২১ জুন ২০২১ ১৩:৩৩
ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর হামলায় আওয়ামী লীগ প্রার্থীর অন্তত ১০ কর্মী আহত হয়েছে।
সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চাচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালিন সময়ে ৩নং ওয়ার্ডের উত্তর পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহতদেরকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আবু তাহেরের ছেলে মো. সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, ভোট শুরু হওয়ার পর থেকেই চাচড়া ইউনিয়নের ৩নং কেন্দ্রটি আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াদ হোসেন হান্নান দখলে নেয়। পরে নৌকা প্রতিকের কর্মী সমর্থকরা কেন্দ্রে ভোট দিতে আসার পথে কেন্দ্রের পাশে অবস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের বাড়ির ভিতর থেকে হান্নানের লোকজন ভোটারদেরকে লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় তাদের ছোড়া ইটের আঘাতে নৌকা প্রতিকের কর্মী কামাল ও ইউছুফসহ ১০ জন আহত হয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াদ হোসেন হান্নানকে একাধিকবার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমাদের কাছে এখনো কেউ অভিযোগ দেয়নি।’
সারাবাংলা/একে