বিশেষ ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২১ ১২:২৫
২১ জুন ২০২১ ১২:২৫
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিশেষ ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সোমবার (২১ জুন) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
সাইফুর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিশেষ ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি। সভায় জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি ফুলকোর্ট সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।
সারাবাংলা/কেআইএফ/এএম