‘রাজশাহী, খুলনা ছাড়াও ঢাকা, চট্টগ্রামে বাড়ছে করোনা’
২১ জুন ২০২১ ০০:৩৬ | আপডেট: ২১ জুন ২০২১ ১২:৫৬
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তের হার বাড়ছে। এমন অবস্থায় রাজশাহী ও খুলনা বিভাগ বাদেও ঢাকা ও চট্টগ্রামে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের হার বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে একথা জানান প্রতিষ্ঠানটির রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
এ বিষয়ে অধ্যাপক নাজমুল বলেন, রাজশাহী এবং খুলনা হচ্ছে এই মুহূর্তে আমাদের উদ্বেগের জায়গা। রাজশাহীতে শনাক্তের হার ১৭ দশমিক ৮৪ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে গতকালের পরিস্থিতি অনেক ভাল ছিল, সেখানে ৬ শতাংশের কম। নাটোরে ৩৭ শতাংশের বেশি, নওগাঁতে ৩৫ শতাংশের বেশি। এটি অবশ্যই উদ্বেগের কারণ। স্বাস্থ্যবিধি না মানলে এই পরিস্থিতির আশু কোনো উন্নতি আমরা দেখছি না। খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ৩৬ শতাংশের বেশি, যশোরে ৩৮ শতাংশ, খুলনায় ৩৮ শতাংশের বেশি। এসব জেলায় সংক্রমণের হার অন্য যেকোনও জেলার তুলনায় বেশি।
তিনি আরও বলেন, ঢাকা বিভাগের ফরিদপুর জেলায় সংক্রমণের হার উচ্চ। এরপর আছে গোপালগঞ্জ এবং টাঙ্গাইল। একইভাবে চট্টগ্রাম বিভাগের শতকরা হারে শনাক্ত বান্দরবানে বেশি। যদিও সেখানে নমুনা সংগ্রহ অত্যন্ত কম। কিন্তু আমরা যদি বেশি সংখ্যক রোগীর কথা বিবেচনা করি তাহলে চট্টগ্রাম জেলায় সংক্রমণের হার বেশি।
এর পাশাপাশি কুমিল্লা জেলায় নমুনা সংগ্রহ হয়েছে কম, কিন্তু শতকরা হিসাবে সেখানে শনাক্তের হার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি বলে জানান অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
সারাবাংলা/এসবি/এনএস