Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে আরও বাড়লো আমদানি করা পেঁয়াজের দাম

লোকাল করেসপন্ডেন্ট
২১ জুন ২০২১ ০০:৩৫

হিলি: হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের আমদানি। আমদানি বাড়লেও বাজারে চাহিদা থাকায় আমদানিকৃত এসব পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে।

এদিকে আমদানি স্বাভাবিক থাকলেও হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।

রোববার (২০ জুন) বিকেলে হিলি স্থলবন্দরে গিয়ে দেখা যায়, কোরবানি ঈদকে সামনে রেখে এই বন্দর দিয়ে ভারত থেকে নাসিক, পাটনা, ইন্দুর ও গুজারাটি জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানি বাড়লেও চাহিদার বাড়ার অজুহাতে হঠাৎ করে বেড়েছে সবধরণের পেঁয়াজের দাম। প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা।’

হিলি স্থলবন্দরের পাইকার সাইফুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে চাহিদা বাড়ার অজুহাতে দাম বাড়ার ফলে আমাদের বিপাকে পড়তে হচ্ছে। আমরা এখান থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন স্থানের আড়ৎগুলোতে পাঠাই। দাম বাড়লে আমাদের ব্যবসা করতেও সমস্যা হয়।’

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, কোরবানি ঈদকে সামনে রেখে দেশে বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে আমরা বেশি বেশি পেঁয়াজ আমদানি করছি। তবে সম্প্রতি দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজের চাহিদা বাড়ায় দামটা একটু বেড়েছে। আমদানি বাড়লে ঈদের আগে পেঁয়াজের দাম কমে আসবে।

হিলি কাস্টমসের তথ্যমতে, রোববার ভারতীয় ২৫ ট্রাকে ৬৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

সারাবাংলা/এমও

পেঁয়াজের দাম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর