Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর ৩ কেন্দ্রে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুন ২০২১ ০০:২৭

ঢাকা: রাজধানীর তিনটি হাসপাতালে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে যাচ্ছে সোমবার (২১ জুন)। দুই ধাপে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে তিনটি কেন্দ্রেই। কেন্দ্রগুলো হচ্ছে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। প্রথম ধাপে ফার্স্ট রান চালু হবে এদিন। এর পর আরও সাত থেকে ১০ দিন সময় নিয়ে নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞাপন

রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বুলেটিনে এ সব কথা জানান প্রতিষ্ঠানটির সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক শামসুল হক।

কোভ্যাক্স থেকে আসা ১ লাখ ৬২০ ডোজ দিয়ে এই কর্মসূচির ফার্স্ট রান শুরু হবে উল্লেখ করে ডা. শামসুল হক বলেন, ‘ফাইজারের ভ্যাকসিনটির তাপমাত্রা সেনসিটিভ। তাই আমরা প্রাথমিকভাবে ঢাকা শহরের তিনটি হাসপাতালে এই ভ্যাকসিনটি দেবো। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, এই তিনটি হাসপাতালে ফার্স্ট রান চালু হবে। সেখানে প্রতিটি কেন্দ্রে গড়ে ১২০ জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।’

তিনি বলেন, ‘যারা আগে নিবন্ধন করেছেন তারা এখানে ভ্যাকসিন নিতে আসতে পারবেন। কেন্দ্রগুলো হচ্ছে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালগুলোকে কেন্দ্র হিসেবে বেছে নিয়ে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের এই ভ্যাকসিন দেওয়া হবে। সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই কার্যক্রম চলবে।’

তিনি আরও বলেন, ‘প্রথম ধাপে ফার্স্ট রানে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগের পর ৭ থেকে ১০ দিন সময় নিয়ে নিয়মিত কর্মসূচি শুরু করতে পারব বলে আশা করি। তখন আমরা জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাকসিনের কার্যক্রমকে আরও বাড়াতে পারব। আশা করি তখন ঢাকায় আরও কয়েকটি সেন্টারে ফাইজারের ভ্যাকসিন দেওয়া যাবে।’

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ ফাইজার ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর