Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্থ গোপালের জামিনের বিরুদ্ধে আপিল করবে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২১ ২০:২৯

ঢাকা: সিলেট কেন্দ্রীয় কারাগারের বরখাস্তকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিনের বিরুদ্ধে আপিল করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২০ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব ড. মু. আনোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদক সচিব বলেন, নিম্ন আদালতে তার (পার্থ গোপাল বণিক) জামিন হওয়ার বিষয়টি আমরা জেনেছি। তার বিরুদ্ধে বিচারের শুনানি চলমান রয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষের দিকে। এই অবস্থায় জামিন হয়েছে। আমরা উচ্চ আদালতে জামিনের বিরুদ্ধে আপিল করব।

গত বৃহস্পতিবার (১৭ জুন) ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং আইনের মামলায় জামিন পান পার্থ গোপাল বণিক। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালত আগামী ১৫ জুলাই পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে অভিযানে যায় দুদক। ওইদিন বিকেলে ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপালের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে তারা। এরপরেই তাকে আটক করা হয় এবং মামলা করে দুদক।

সারাবাংলা/এসজে/পিটিএম

আপিল জামিন দুদক পার্থ গোপাল বণিক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর