বিদেশি পিস্তল-গুলিসহ আ.লীগ নেতা গ্রেফতার
২০ জুন ২০২১ ১৯:২৭ | আপডেট: ২০ জুন ২০২১ ১৯:৩০
সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহিন পালোয়ানকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহিন এলাকায় গ্যাস চোরাকারবারির মূলহোতা বলে অভিযোগ রয়েছে।
আশুলিয়ার পালোয়ানপাড়া এলাকায় গতকাল শনিবার (১৯ জুন) মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। আশুলিয়া থানার এসআই এমদাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত শাহিন পালোয়ান আশুলিয়ার পালোয়ানপাড়া এলাকার বিল্লাল পালোয়ানের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ওই এলাকার অবৈধ গ্যাস সংযোগ ও চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে এস আই এমদাদ হোসেন জানায়, গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহিন পালোয়ানের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে তার ঘরের গোপন স্থান থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ জুন দাবিকৃত চাঁদা না দেওয়ায় এক ঠিকাদারকে লক্ষ্য করে গুলি ও মারধরের ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলা দায়ের করেন ফিরোজা এন্টারপ্রাইজের মালিক ও ঠিকাদার বেলাল।
সারাবাংলা/এনএস