Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবন বিমা কোম্পানির ব্যয় ১৫ শতাংশ কমবে: আইডিআরএ চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২১ ১৯:৪৫

ঢাকা: জীবন বিমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণে সুপারভাইজরি লেভেল এবং কমিশন কাঠামো পুনর্বিন্যাস করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এতে জীবন বিমা কোম্পানিগুলোর ব্যয় ১৫ শতাংশ পর্যন্ত কমবে বলে জানিয়েছেন আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

রোববার (২০ জুন) ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) উদ্যোগে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইডিআরএ চেয়ারম্যান বলেন, ‘একটি জীবন বিমা কোম্পানি যখন সঠিক সময়ে বিমা দাবি পরিশোধ না করে তখন এক ধরনের বদনাম ছড়ায়। এ কারণে আমরা জীবন বিমা কোম্পানিগুলোর আর্থিক ভিত শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে সুপারভাইজরি লেভেল এবং কমিশন কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে জীবন বিমা কোম্পানিগুলোর খরচ ১৫ শতাংশ পর্যন্ত কমে যাবে। যা কোম্পানির আর্থিক অবস্থা শক্তিশালী করবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে।’

তিনি বলেন, ‘আইন অনুসারে বিমা কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৬০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এ বিষয়ে আমরা আগে যে নির্দেশনা দিয়েছি তা বাস্তবায়ন করতে হবে। তালিকাবর্হিভূত কোম্পানির ক্ষেত্রে আমরা এটা কঠোরভাবে মনিটরিং করছি। তবে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কিছু জটিলতা আছে। আইনে যেহেতু রয়েছে তা মানতেই হবে।’

মোশাররফ হোসেন বলেন, ‘বিমা কোম্পানিগুলোর প্রায় ২ কোটি গ্রাহক। এই বিপুল জনগোষ্ঠী যে সেক্টরে জড়িত, তার নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ মাত্র ৩১ জন জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। আমাদের নিজস্ব কোনো জায়গাও নেই। তবে আমাদের জনবল কাঠামো চূড়ান্ত হয়েছে। আশা করছি এখন আমরা আরও কিছু জনবল নিয়োগ দিতে পারবো ‘

বিজ্ঞাপন

আইআরএফ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মাওলা। এতে আরও বক্তব্য রাখেন- আইআরএফ‘র প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সামদানী, সাবেক সাধারণ সম্পাদক গাজী আনোয়ারুল হক, সাংবাদিক মনির হোসেনসহ অন্যরা।

সারাবাংলা/জিএস/এমও

আইডিআরএ চেয়ারম্যান জীবন বিমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর