অর্থনৈতিক অঞ্চলগুলো ডিজিটাল সংযোগের আওতায় আনার কাজ চলছে
২০ জুন ২০২১ ১৬:২৮ | আপডেট: ২০ জুন ২০২১ ১৬:২৯
ঢাকা: দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহ ডিজিটাল সংযোগের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। রোববার (২০ জুন) বিটিসিএল কল্যাণ তহবিল থেকে বিটিসিএল কর্মচারী সন্তানদের জন্য শিক্ষা অনুদান বিতরণ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতের শিল্প কারখানা হবে ফাইভ-জি প্রযুক্তিনির্ভর। শিল্প কারখানা যেমন এই প্রযুক্তির মাধ্যমে চলবে তেমনি কারখানা থেকে ডিজিটাল পণ্যও উৎপাদন হবে।’
তিনি বলেন, ‘সভ্যতার মহাসড়ক হচ্ছে ডিজিটাল কানেক্টিভিটি, সেই লক্ষ্যে দেশের সব অর্থনৈতিক অঞ্চল ফাইভ-জি সংযোগের আওতায় আনার জন্য কাজ চলছে।’ এসময় তিনি বিটিসিএলসহ টেলিযোগাযোগ বিভাগের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক তৈরিতে আরও জোরালো ভূমিকা পালন করার নির্দেশ দেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন বক্তব্য রাখেন। বিটিআরটি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন দফতর, সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইএইচটি/এমও