১০০ কোটি ভ্যাকসিন প্রয়োগের মাইলফলক গড়ল চীন
২০ জুন ২০২১ ১৬:২০ | আপডেট: ২০ জুন ২০২১ ১৮:৩৮
করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে দারুন এক মাইলফলক গড়ল চীন। প্রথম কোনো দেশ হিসেবে একশ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োগের রেকর্ড গড়েছে চীন। শনিবার (১৯ জুন) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ভ্যাকসিন বিষয়ক পরিসংখ্যান হালনাগাদ করার পরই এ তথ্য জানা গেছে। সিনহুয়া নিউজের খবর।
গত মার্চের শেষ নাগাদ বেইজিং বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু করে। এর পর থেকেই চীন আস্তে আস্তে ভ্যাকসিন প্রয়োগের গতি বাড়ায়। প্রথম ১০ কোটি থেকে ২০ কোটি ডোজ স্পর্শ করতে দেশটির সময় লাগে ২৫ দিন। পরবর্তী ২০ থেকে ৩০ কোটি ডোজ সম্পন্ন করতে সময় লাগে ১৬ দিন। সেই ধারাবাহিকতায় ৮০ থেকে ৯০ কোটি ডোজে স্পর্শ করতে বেইজিং সময় নেয় মাত্র ৬ দিন।
চীন এ পর্যন্ত চারটি করোনাভাইরাস ভ্যাকসিন তৈরি করেছে। এর মধ্যে তিনটি ভ্যাকসিন স্থানীয় অনুমোদন পেয়েছে এবং সিনোফার্ম ও সিনোভ্যাকের দুটি ভ্যাকসিন অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্বে এ পর্যন্ত আড়াইশ কোটি ডোজ করোনার ভ্যাকসিন প্রয়োগ সম্পন্ন হয়েছে। এর মধ্যে চীন একাই ৪০ শতাংশ ভ্যাকসিন প্রয়োগ করেছে।
২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে প্রথম নভেল করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর ভাইরাসটি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্ব এ পর্যন্ত ৩৮ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সারাবাংলা/আইই