Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কদমতলীতে বোনসহ বাবা-মাকে হত্যায় বড় মেয়ে রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২১ ১৫:৫৮

ঢাকা: রাজধানীর কদমতলী থানার মুরাদপুরের হাইস্কুল রোডের একটি বাসা থেকে বাবা-মা ও ছোটবোনকে খুনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার ওই দম্পতির বড় মেয়ে মেহেজাবিন মুনকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।

এরআগে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাকির হোসাইন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় তাদের মেয়ে মেহেজাবিন মুনকে গ্রেফতার করে পুলিশ। নিহতরা হলেন- মাসুদ রানা (৪৫), তার স্ত্রী জোসনা ওরফে মৌসুমী (৪০) এবং তাদের ছোট মেয়ে জান্নাত (১৮)।

মেহজাবিন পুলিশকে জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যা। পরিবারের সদস্যদের প্রতি প্রচণ্ড ক্ষোভ ছিল তার। বিশেষ করে বোন জান্নাতুলের সঙ্গে নিজের স্বামী শফিকুলের সম্পর্ক রয়েছে বলে তার সন্দেহ ছিল। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল তার। এ বিষয়টি মা বাবাকে বলার পরও কোনো লাভ হয়নি। উল্টো মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে।

এর আগে, খুনের ঘটনায় ২০ জুন মেহজাবিন ইসলাম ও তার স্বামী শফিকুল ইসলামকে আসামি করে তার চাচা সাখাওয়াত হোসেন মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/এমও

কদমতলী খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর