Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক বিস্তারের পরিণাম জঙ্গিবাদের মতোই ভয়াবহ: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২১ ১৫:৩৩

ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, মাদক বিস্তারের পরিণাম জঙ্গিবাদের মতোই ভয়াবহ। মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনে বিশেষায়িত ইউনিটি গঠন করতে হবে।

রোববার (২০ জুন) এক বিবৃতিতে জি এম কাদের বলেন, গণমাধ্যমের সাম্প্রতিক সংবাদে ইতোমধ্যেই দেশবাসী জেনেছে এলএসডি, আইস, খাট-এর মতো প্রাণঘাতী নেশায় আসক্ত তরুণ সমাজ। ইয়াবা, ফেনসিডিল, মদ ও গাঁজা আরও সহজলভ্য হয়ে পড়েছে। জাতির জন্য এর মতো দুঃসংবাদ আর হতে পারে না। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে না পারলে জাতি হয়ে পড়বে অকর্মণ্য, উগ্র এবং অসভ্য। ধ্বংস হয়ে যাবে তারুণ্যের অমিত সম্ভাবনা। তখন কোনোভাবেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে গেল তিন বছরে বিচারবহির্ভূত হত্যা হয়েছে কয়েকশো, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

সারাবাংলা/এএইচএইচ/এএম

জাতীয় পার্টি জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর