Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পছন্দমতো পদ’ না পেয়ে লালমনিরহাটে আ.লীগের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২১ ১২:৩৯

লালমনিরহাট: জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে পছন্দমতো পদ না পাওয়ায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক ও যুগ্ন-সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের সমর্থকরা লালমনিরহাট –রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

শনিবার (১৯জুন) সন্ধ্যায় সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা বাসস্টান্ডে আওয়ামী লীগের একাংশ টায়ার জ্বালিয়ে সড়ক অবোরোধ ও বিক্ষোভ করেন। ঘণ্টাব্যাপী অবরোধের মুখে ঢাকাসহ দেশে বিভিন্ন প্রান্তের উদ্দেশে রওনা হওয়া যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক দীর্ঘ যানজটের কবলে পড়ে।

বিজ্ঞাপন

বিক্ষোভ কর্মসূচি থেকে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা আওয়ামী লীগের কমিটি সংশোধন না করলে সমগ্র লালমনিরহাট জেলা অচল করে দেওয়া হবে।

এর আগে বিকালে সিরাজুল হকের ভাতিজা শফিকুল ইসলাম শহরের বাটা মোড়ে তাদের সমর্থকদের নিয়ে উত্তেজনার সৃষ্টি করার চেষ্টা করলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পণ্ড হয়ে যায়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়েছেন।

উল্লেখ্য, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি সিরাজুল হক ও ১ নম্বর যুগ্ম-সম্পাদক গোলাম মোস্তফা স্বপনকে রাখার দাবিতে এই সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

সারাবাংলা/এএম

আওয়ামী লীগ লালমনিরহাট –রংপুর মহাসড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর