Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২০ জুন ২০২১ ১২:০৮ | আপডেট: ২০ জুন ২০২১ ১৪:৫১

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গায় ১৯০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমানকে (৪২) গ্রেফতার করেছে রাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা।

রোববার (২০ জুন) সকালে তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের হাতে গ্রেফতার মিজানুর নওগাঁ জেলার পোরশা থানার দক্ষিণ লক্ষীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

এ ব্যাপারে র‌্যাব-১২ এর অ্যাডজুডেন্ট সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গার থানার রাধানগরে অভিযান চালায় র‌্যাব-১২।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ জেলহাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/একেএম

র‍্যাব শীর্ষ মাদক ব্যবসায়ী হেরোইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর