নাটোরে করোনা আক্রান্তের নতুন রেকর্ড
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২১ ১০:৫৩
২০ জুন ২০২১ ১০:৫৩
নাটোর: গত ২৪ ঘণ্টায় নাটোরে ১৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা নাটোরে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত।
২৪ ঘণ্টায় এই জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৯ জনের। আক্রান্তের হার ৩৩.৮০ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৭৪০ জন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে সদর হাসপাতাল কর্তৃপক্ষকে। বর্তমানে উপসর্গসহ করোনায় আক্রান্ত ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৯৭ জন।
এদিকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় করোনা রোধে জেলা প্রশাসন ঘোষিত দুই দফায় ১৪ দিনের কঠোর লকডাউনের আজ ১২তম দিন। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর অবস্থান নিয়ে যানবাহন ও জনসাধারণ চলাচল সীমিত করার কাজ করছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এছাড়াও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে।
সারাবাংলা/এএম