Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২১ ২২:৪০

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় জোসনা নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পরিবারের। শ‌নিবার (১৯ জুন) দুপুরে ধর্মগঞ্জ চতলামাঠ এলাকায় তার স্বামীর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় স্বামী ইলিয়াসকে আটক করা হয়। নিহত জোসনা বক্তাবলী গ্রামের মৃত হাবিবুর রহমান মেয়ে।

নিহতের ভাই আব্দুল মতিন জানান, ইলিয়াসের সঙ্গে এক নারীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। এতে বাধা দেওয়ায় প্রায় দু’জনের মধ্যে ঝগড়া হতো এবং শারীরিক নির্যাতনও করতো। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ ঘরের ভিতরে ফেলে রাখা হয়েছিল।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত জানায়, গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইলিয়াসকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

শ্বাসরোধে হত্যা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর