আইপিএল’এ বিজ্ঞাপনদাতাদের জন্য হটস্টারের নতুন অ্যাপ
২৮ মার্চ ২০১৮ ২৩:৪৩ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ২২:৪১
।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা: আইপিএল আসরের লাইভ ভিডিওর ব্যাপক চাহিদা থাকায় আসন্ন আইপিএল উপলক্ষে বিজ্ঞাপনদাতাদের জন্য ‘হটস্টার অ্যাডসার্ভ’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে স্টার ইন্ডিয়া। হটস্টার মূলত একটি ফ্রি অনলাইন স্ট্রিমিং সাইট।
অ্যাপটির মাধ্যমে ছোট এবং মঝারি সারির কোম্পানিগুলোও তাদের পছন্দসই ভাষার দর্শকদের জন্য বিজ্ঞাপন প্রচার করতে পারবে।
বেটা ভার্সনের এই সার্ভিসের মাধ্যমে খেলা চলাকালীন সময়ে বিজ্ঞাপন প্রচার করতে পারবেন বিজ্ঞাপনদাতারা।
এ বিষয়ে হটস্টারের মুখপাত্র বলেন, এটি ছোট এবং মাঝারি মানের কোম্পানিগুলোর জন্য অনেক কার্যকর হবে। এর মাধ্যমে আইপিএলের বিশাল বাজারকে তারা কাজে লাগাতে পারবে। এ ছাড়া যে কোনো কোম্পানি তার নির্দিষ্ট টার্গেট দর্শকদের মধ্যে নিজেদের বিজ্ঞাপন প্রচারের অবারিত সুযোগ পাবে এই অ্যাপের মাধ্যমে।
১৬ হাজার ৩৭৪.৫ কোটি রুপি দিয়ে পাঁচ বছরের জন্য আইপিএলের টিভিস্বত্ব কিনেছে স্টার ইন্ডিয়া। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসর এবার হিন্দি, ইংরেজি, বাংলা ও তামিলসহ ৬টি ভাষায় প্রচারিত হবে।
সারাবাংলা/এমআই