Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: মাদক মামলায় তিন নারী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২১ ১৯:৫৯

ঢাকা: বাংলাচলচিত্র অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযোগে গ্রেফতার লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধার পুলিশের জিজ্ঞেসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৯ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।

এর আগে বিমানবন্দর থানার দায়ের করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনদিনে রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন মামলা তদন্ত কর্মকর্তা মহানগর গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক উদয় কুমার মন্ডল। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত ১৫ জুন গ্রেফাতার ওই তিন নারীর ৩ দিনের পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। গত ১৪ জুন দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জনপ্রিয় নায়িকা পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় ওই বাসায় অভিযানকালে বিদেশি মদ উদ্ধার করা হয়।

এর আগে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গত ১৪ জুন বেলা ১২টার দিকে সাভার থানায় নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়।

সারাবাংলা/এআই/এমও

পরীমনিকে ধর্ষণ হত্যাচেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর