Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশ যাতে ভ্যকসিন না পায় সেজন্য ষড়যন্ত্র করছে বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২১ ১৭:২৭ | আপডেট: ১৯ জুন ২০২১ ১৮:১৫

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ যাতে বিশ্বের অন্যান্য দেশ থেকে ভ্যাকসিন না পায় সেজন্য বিএনপির বৈদেশিক শাখা ষড়যন্ত্র করছে।

শনিবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘সময়ের সাহসী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. হাছান বলেন, ‘দেশের মানুষকে করোনা মহামারি থেকে রক্ষাকল্পে সরকারের ভ্যাকসিন সংগ্রহ কাজের শুরু থেকেই এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিএনপি। এমনকি ভ্যাকসিন আসার পর তা যেন জনগণ না নেয়, সেজন্য এর বিরুদ্ধে তারা অপপ্রচারও চালিয়েছে। আবার কদিন পরে নিজেরাই গোপনে ভ্যাকসিন নিয়েছে। আবার কেউ কেউ প্রকাশ্যে ভ্যাকসিন নিয়ে স্বস্তিপ্রকাশও করেছে।’

তিনি বলেন, ‘এখন যখন বাংলাদেশ বিভিন্ন সূত্র থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে, সাত সমুদ্র পারে বিএনপির বৈদেশিক শাখাগুলো ভেতরে ভেতরে অপচেষ্টা চালাচ্ছে যাতে বাংলাদেশ ভ্যাকসিন না পায়।’

তিনি আরও বলেন, ‘কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। সরকার বিভিন্ন সূত্র থেকে ভ্যাকসিন আনবে এবং শিগগিরই আবার ব্যাপকভাবে গণটিকাদান কর্মসূচি শুরু হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ সাহায্যগ্রহীতা থেকে এখন ঋণদাতা দেশে পরিণত হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের এই উন্নয়ন -অগ্রগতি বিএনপির সহ্য হচ্ছে না বলেই তারা নানামুখী ষড়যন্ত্র করছে।’

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে যখন দেশে এসেছিলেন, সেসময় তিনি যেন দেশে না আসতে পারেন সেজন্য তৎকালীন জিয়াউর রহমান ও তার সারকার নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এমনকি দেশে এলেও যাতে জনসমাগম না হয়, সেজন্যও প্রতিবন্ধকতা তৈরি করেছিল। কিন্তু সেসব তুচ্ছ করে জননেত্রী শেখ হাসিনা ফিরেছেন এবং জনগণের রায়ে চারবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করে দেশকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।’

বিজ্ঞাপন

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘৪০ বছরের দীর্ঘ পথচলায় বঙ্গবন্ধুকন্যা প্রমাণ করেছেন, তিনি শুধু সময়ের সাহসী সন্তানই নন, ষড়যন্ত্র-দুর্যোগের মধ্যেও অবিচল থেকে জাতিকে নেতৃত্ব দেওয়ার বলিষ্ঠ চেতনার অধিকারী।’

স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন টয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, জিন্নাত আলী খান জিন্নাহ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ বক্তব্য দেন।

সারাবাংলা/এআই/জেআর/পিটিএম

ড. হাছান মাহমুদ তধ্য ও সম্প্রচারমন্ত্রী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর