Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের বড় ভুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২১ ১৬:৪৪ | আপডেট: ১৯ জুন ২০২১ ২১:০৮

ঢাকা: বর্তমানে সরকারের সবচেয়ে ভুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা। এছাড়াও, শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে জাতিকে মেরুদণ্ডহীন করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, পরীক্ষা বন্ধ থাকলে ছাত্ররা কি মাঠে নামবে? পরীক্ষার জন্য হল ম্যানেজ না করতে পারা দুঃখজনক।

তিনি বলেন, ‘বর্তমান ইস্যু হলো চিত্রনায়িকা পরীমনি। তিনি এ বার থেকে ও বার যান তাই নিয়ে এখন আলোচনা চলছে। অথচ জাতির শিক্ষা নিয়ে একটাও শব্দ নেই। এ লজ্জা কোথায় রাখি? এই ভুল সংশোধন কিভাবে হবে? তারা এ ভুলের সংশোধন কেউ করবেন না। আমাদের এক সপ্তাহের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্য পদযাত্রা শুরু করা দরকার। ছাত্র-ছাত্রীদের অভিভাবক নিয়ে পদযাত্রা।’

এ সময় ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কয়েকটা মানববন্ধন থেকে কর্মীদের বেধড়ক মারধর করে পুলিশ নিয়ে গেছে।

পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগের গোলামি করবেন না। জনগণের গোলাম হোন, জনগণ আপনাদের শ্রদ্ধা করবে। আওয়ামী লীগ সারাজীবন ক্ষমতায় থাকবে না। জনগণের টাকায় অস্ত্র কিনে জনগণের ওপর গুলি চালাচ্ছেন। আপনাদের পরিবার কিন্তু এই দেশেই থাকবে। আমরা প্রতিহিংসামূলক রাজনীতি চাই না।

তিনি আরও বলেন, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের প্রশাসনে ঢুকিয়ে অপরাধের মাফিয়া সম্রাজ্য কায়েম করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে যেমন আন্দলন চালাতে হবে, তেমনিভাবে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বিজ্ঞাপন

ওই মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ আয়োজক সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ।

সারাবাংলা/এআই/একেএম

ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর