ডিএসইতে গড় লেনদেন কমেছে ৪৪৮ কোটি টাকা
১৯ জুন ২০২১ ১৬:১৯ | আপডেট: ১৯ জুন ২০২১ ১৭:৪৮
ঢাকা: সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক ও শেয়ার লেনদেন কমেছে। গত সপ্তাহে (১৩ থেকে ১৭ জুন) ডিএসইতে আর্থিক লেনদেন হয়েছে ৯ হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ টাকা শেয়ার ও ইউনিট। এ সময়ে ডিএসইতে গড় লেনদেন হয়েছে এক হাজার ৯৫৯ কোটি ৭৩ লাখ টাকা।
অন্যদিকে গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসইতে (৬ থেকে ১০ জুন) ১২ হাজার ১৮৮ কোটি টাকার শেয়র কেনাবেচা হয়েছে। এ সময়ে দৈনিক গড় লেনদেন হয়েছে ২ হাজার ৪০৭ কোটি টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনেদেন কমেছে ১৯ দশমিক ৬১ শতাংশ বা ৪৪৮ কোটি টাকা। ডিএসই সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে পুঁজিবাজার বেশ ভালো অবস্থানে রযেছে। সরকারের নানা উদ্যোগের সুফল পাওয়া যাচ্ছে। বিশেষ করে গত বছরের মাঝামাঝিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)‘র নতুন কমিশন দায়িত্ব নিয়েছেন। নতুন কমিশন দায়িত্ব নেxয়ার পর বিভিন্ন উদ্যোগের ফলে পুঁজিবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীর আস্থা ফিরেছে। এ কারণে পুঁজিবাজারে তারল্য সংকট দৃর হয়ে গড় লেনদেন বেড়েছে। সে সঙ্গে সূচকও ৬ হাজার পয়েন্টে ওপরে ঘুরপাক খাচ্ছে।
গত সপ্তাহ ডিএসইতে গড় লেনদেনের পাশাপাশি কমেছে সব সূচক, আর্থিক ও শেয়ার লেনদেন। সে সঙ্গে কমেছে বাজার মুলধন ও লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। গত সপ্তাহের শুরুতে (১৩ জুন) ডিএসই‘র বাজার মূলধন ছিল ৫ লাখ ৯ হাজার ৯৪৭ কোটি টাকা।
গত ১৭ জুন লেনদেনে শেষে ডিএসইর বাজার মূলধন কিছুটা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটি টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে এক হাজার ৮০৩ কোটি টাকা।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স ছিলো, ৬ হাজার ৬৬ পয়েন্ট। সপ্তাহ শেষে তা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩ পয়েন্ট। গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে সূচক বেড়েছে তিন দিন কমেছে বাকি দুইদিন। অন্যদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৪৮টির কমেছে ২১০টির, ১৭ টির শেয়ারের দামে কোcbf পরিবর্তন আসেনি।
এ ছাড়া গতকাল সপ্তাহে ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।
সারাবাংলা/জিএস/একে