বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২১ ১০:১৫ | আপডেট: ১৯ জুন ২০২১ ১৩:০১
১৯ জুন ২০২১ ১০:১৫ | আপডেট: ১৯ জুন ২০২১ ১৩:০১
বগুড়া: জেলার মহাস্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৯ জুন) সকাল সাড়ে সাতটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের হাতিবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজন মারা যান। এছাড়াও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের টিএমএসএস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিনজনের লাশ হাইওয়ে পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রী ও একজন শিশু আছে।
সারাবাংলা/এএম