বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীর গুলিতে একজন নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২১ ২৩:১৪ | আপডেট: ১৯ জুন ২০২১ ০৮:৫৭
১৮ জুন ২০২১ ২৩:১৪ | আপডেট: ১৯ জুন ২০২১ ০৮:৫৭
ঢাকা: বান্দরবানের রোয়াংছড়িতে একজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পাহাড়ি সন্ত্রাসীর বিরুদ্ধে।
নিহতের নাম মো. ওমর ফারুক। তিনি ত্রিপুরা থেকে নও মুসলিম হয়েছিলেন।
শুক্রবার (১৮জুন) রাতে মসজিদে এশার আজান দিয়ে বের হওয়ার পথে তাকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয়রা জানায়, কয়েকদিন পাহাড়ের স্বশস্ত্র সন্ত্রাসীরা নও মুসলিম মো. ওমর ফারুককে হুমকি দিয়ে আসছিল। প্রতিদিনের মতো আজও রাতে এশার আজান দিয়ে মসজিদ থেকে বের হওয়ার সময় ফারুককে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যরা রওয়ানা দিয়েছে। সেখানে পৌঁছার পর বিস্তারিত বলা যাবে।’
সারাবাংলা/একে