Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন: সিদ্দিকী নাজমুল আলম

সারাবাংলা ডেস্ক
১৮ জুন ২০২১ ২১:১৯ | আপডেট: ১৮ জুন ২০২১ ২১:২১

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের বার্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় দেওয়া পোস্টে তিনি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থার দুটি ছবি সংযুক্ত করেন।

দুই-একদিনের মধ্যে তার ওপেন হার্ট সার্জারি করতে হবে বলে সিদ্দিকী নাজমুল আলম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন।

ছাত্রলীগের সাবেক এই নেতার পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন।

বাঁচবো কি না জানি না তবে এই চরম মুহূর্তে কিছু সত্য কথা বলে যাই।

আমি রাজনীতিটা একমাত্র দেশরত্ন শেখ হাসিনারে মেনেই করতাম এবং করি। কোনো দিন তার বাইরে যাইনি। সাবেক অনেক বড় ভাইদের কথায় আমি কখনও চলি নাই।

বরং পেছনের সারির অনেককে নেতা বানাইছি নিজের ইচ্ছায়। আর প্রেম করেছিলাম কিন্তু মানিয়ে নিতে পারিনি তাই বিয়ে হয়নি।

আর শেষ কথা হলো বাংলাদেশে কোনো ব্যাংকে আমার নামে এক পয়সাও লোন নাই এবং লোনের কোনো টাকা বিদেশেও নিয়ে আসিনি। তদবির, ঠিকাদারি, দালালি, পদবাণিজ্য কখনো করিনি।

লন্ডনে গায়ে খাটি। জীবনে যে কাজ করিনি তা করে জীবনযুদ্ধে লিপ্ত ছিলাম। কিন্তু আমার কপাল ভালো না।

কিছুক্ষণ আগেই আমার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে, অনেকগুলো ব্লক ধরা পড়েছে। ওপেন হার্ট সার্জারি করতে হবে। হয়তবা আজকালের মধ্যেই করবে।

সরকারি হাসপাতালেই করবে। কারণ এই দেশে চিকিৎসা ফ্রি তাই আর কেউ কষ্ট কইরা ভুল তথ্য দিয়েন না যে কোটি টাকার অপারেশন।

যদি মরে যাই, একটাই কষ্ট থাকবে। নিজের দলের মানুষের প্রতিহিংসার শিকার হয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে বারবার আমার নামে। আর আফসোস হয়ত বা বড় কোনো ভাই আমার নামে অনেক মিথ্যা অভিযোগ দিয়ে আমার নেত্রীর কান ভারি করে রেখেছে। সেই ভুলগুলো হয়তো ভাঙিয়ে যেতে পারলাম না।

বিজ্ঞাপন

আপা আপনিই আমার মমতাময়ী জননী, স্নেহময়ী ভগিনী। আপনাকে অনেক ভালোবাসি। ক্ষমা করে দিয়েন আমাকে। সবাই ভালো থাকবেন। আপনাদের আর যন্ত্রণা দিবো না।

সারাবাংলা/একে

ছাত্রলীগ টপ নিউজ নাজমুল আলম বাংলাদেশ ছাত্রলীগ সিদ্দিকী নাজমুল আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর