Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁধের দাবিতে মুন্সীগঞ্জে ধলেশ্বরীর তীরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২১ ১৯:৫৪

ঢাকা: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ধলেশ্বরী নদীর ভাঙন থেকে রক্ষা ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে নদী ভাঙনকবলিত এলাকাবাসী।

শুক্রবার (১৮ জুন) দুপুরে উপজেলার আব্দুল্লাপুর এলাকায় ধলেশ্বরী নদী তীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নদীতীরে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয় ভাঙনকবলিত স্থানীয় শতশত গ্রামবাসী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

মানববন্ধনকারীরা জানান, বর্ষার শুরুতে উপজেলার ধলেশ্বরী নদীতীরের কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে। এতে ভাঙন আতঙ্কে দিন পার করছে আব্দুল্লাপুর-বেতকা ইউনিয়নের হাজার হাজার মানুষ। এরমধ্যেই কৃষিজমি, বসতবাড়ি, খেলার মাঠ সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে মসজিদ, মাদ্রাসা, রাস্তাসহ বহু স্থাপনা। তাই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে এসব স্থাপনাও বিলীন হবে।

ভিটেমাটি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণসহ স্থানীয় ধলেশ্বরী তীরে বাঁধ নির্মাণের দাবি এলাকবাসীর।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন স্থানীয় সমাজসেবক ও চিকিৎসক আব্দুল আলিম, সাবেক ইউপি সদস্য শফিউদ্দিন মীর, আবুল চৌকিদার, সানু দেওয়ান, বাবলু কাজী, আক্তার মণ্ডল, কামাল হোসেন দেওয়ানসহ অন্যরা।

সারাবাংলা/একে

ধলেশ্বরী নদী নদীভাঙন মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর