Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাতের আত্মহত্যা: স্বামী মামুন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২১ ১৮:৩৮

ছবি: প্রতিকী

ঢাকা: রাজধানীর আগারগাঁয়ে সংসদ সচিবালয় কোয়ার্টারে নুসরাত জাহান মৃত্যুর অভিযোগের মামলায় স্বামী মিল্লাত মামুনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৮ জুন) একদিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) জামিল হোসাইন আসামি মিল্লাত মামুনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

মিল্লাত মামুনের পক্ষে তার আইনজীবী পীযূষ কান্তি রায় জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

গত বুধবার ১৬ জুন আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়, মামুন মিল্লাত নিজেকে বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে নুসরাত জাহানকে ২০১৯ সালে ফুঁসলিয়ে বিয়ে করে ধর্মান্তরিত করে। বিয়ের কিছুদিন পর থেকে মিল্লাত নুসরাতকে শারীরিক, মানসিক আঘাত ও নির্যাত করতো। যা নুসরাত তার বাবাকে জানায়। গত ১২ জুন সকাল সাড়ে ১০ টার দিকে নুসরাত তার বাবাকে ফোন দিয়ে জানায়, মিল্লাত তাকে শারীরিক নির্যাতনসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তাকে বাসা ছেড়ে চলে যেতে বলেছে। না গেলে হত্যার হুমকি দেয়।

সারাবাংলা/এআই/এমও

নুসরাতের আত্মহত্যা রিমান্ড স্বামী মামুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর