Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২১ ১৮:০৯

ভোলা: জেলার চরফ্যাশন উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো. নজরুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত নজরুল ইসলাম উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুল মুনাফের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী। শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ঘোষেরহাট বাজারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মো. নজরুল ইসলাম নীলকমল ইউনিয়নের বাংলা বাজারের কাছে একটি পাকা ভবনে রাজমিস্ত্রীর কাজ করেতেন। শুক্রবার সকালে সেখান থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্য রওনা করেন। এ সময় ঘোষের হাট বাজারের উত্তর পাশে সড়কের উপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তার মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এতে নজরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এমও

বিদ্যুতের তার মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর