মোহাম্মদপুরে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
১৮ জুন ২০২১ ১৮:০৯ | আপডেট: ১৮ জুন ২০২১ ২১:৩৬
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ জুন) সকাল ১১টার দিকে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কিশোরকে এলাকাবাসী আটক করে। পরে তাকে র্যাব-২ এর কাছে দেওয়া হয়।
শিশুটির বাবা অভিযোগ করে জানান, সকালে বাসাতেই খেলছিল তার মেয়ে শিশুটি। এ সময় প্রতিবেশী (১৫) বছরের ওই কিশোর শিশুটিকে ডেকে তাদের বাসায় নিয়ে যায়। সেখানে সিঁড়ির পাশে তাকে যৌন নিপীড়ন করে।
পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাসায় গিয়ে বাবা-মায়ের কাছে ঘটনাটি বলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচির্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দুপুরে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাকে ওসিসিতে ভর্তি করান।
আদাবর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আলীরাজ বিশ্বাস জানান, যৌন নিপীড়নের কোনো অভিযোগ এখনও পইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসএসআর/একে