Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের ভল্ট থেকে কোটি টাকা লুট, ২ কর্মকর্তা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২১ ১৬:৫৮

ঢাকা: রাজধানীর বংশালে ঢাকা ব্যাংকের ভল্ট থেকে প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ওই ব্যাংকের দুইজন সিনিয়র অফিসারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে জামিন বিষয়ে শুনানির জন্য আগামী ২১ জুন তারিখ ধার্য করা হয়।

শুক্রবার (১৮ জুন) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন— ক্যাশ ইনচার্জ রিয়াজুল হক এবং ম্যানেজার অপারেশন এমরান আহম্মেদ।

বিজ্ঞাপন

এদিন বংশাল থানার সাব-ইন্সপেক্টর প্রদীপ কুমার সরকার ৫৪ ধারায় আসামিদের গ্রেফতার করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

এদিন আসামিদের পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। বাদীপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। আদালত আংশিক জামিন বিষয়ে শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠিয়ে আগামী ২১ জুন জামিন শুনানি দিন ধার্য করেন।

আরও পড়ুন: ঢাকা ব্যাংকের ভল্ট থেকে কোটি টাকা লুট, আটক ২

আটক রাখার আবেদনে বলা হয়, আসামিরা ব্যাংকের ভোল্টের টাকার দায়িত্বে ছিল। ভোল্টের চাবি তাদের কাছেই ছিল। গত বৃহস্পতিবার ব্যাংকের অডিট টিম অডিট করার সময় ব্যাংকের ভোল্টে থাকা ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার হিসাবে গড়মিল পান। ব্যাংকের ম্যানেজার আবু বক্কর সিদ্দিকের কাছে অডিট টিম টাকা গড়মিলের স্টেটমেন্ট দাখিল করে। তখন আবু বক্কর সিদ্দিক অডিট টিমের স্টেটমেন্টের ভিত্তিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করেন। আসামিরা তাৎক্ষনিকভাবে টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।

ব্যাংকের ম্যানেজার তখন ঊধ্র্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে অডিট টিমের সহায়তায় আসামিদের আটক করেন। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ব্যাংকের টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন বলেও ওই আবেদনে বলা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

২ কর্মকর্তা কারাগারে ঢাকা ব্যাংক ব্যাংকের ভল্ট থেকে টাকা আত্মসাত