Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোপাস শিক্ষা ব্যবস্থাকে ধংসের মুখে নিয়ে যাবে: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২১ ১৬:০৮ | আপডেট: ১৮ জুন ২০২১ ১৮:৪৪

ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা মোহাম্মদ গোলাম কাদের বলেছেন, অটোপাস আর অটো প্রমোশন আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধংসের মুখে নিয়ে যাবে। জ্ঞান অর্জনের ধারায় কোনো শর্টকাট পদ্ধতি নেই। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা আমাদের মূর্খ জাতিতে পরিণত করবে।

শুক্রবার (১৮ জুন) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘করোনার কারণে এক বছর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ হাট-বাজার, অফিস-আদালত, ব্যাংক-বীমা সবই খুলে দেওয়া হয়েছে, সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। কিন্তু করোনার দোহাই দিয়ে বর্ধিত করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত আর কিছু হতে পারে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অনলাইন শিক্ষা ব্যবস্থার পাঠদানের কিছু উদ্যোগ লক্ষ করা যায়। তবে তাদের সংখ্যা অত্যন্ত নগন্য ও সে ব্যবস্থার সুবিধা শুধুমাত্র উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তাছাড়া যথাযথ শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয় না। একইসঙ্গে শিক্ষাগ্রহণে ক্ষুদ্র অংশের সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে দেশের অধিকাংশ শিক্ষার্থীদের বৈষম্য সৃষ্টি হচ্ছে।’

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা জ্ঞান চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। এতে, শারীরিক ও মানসিকভাবে আগামী প্রজন্ম দুর্বল হয়ে পড়ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী করোনাকালে গত ১৫মাসে ১৫১ জন শিক্ষার্থী মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। তাই অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র ও শিক্ষকদের করোনার ভ্যাকসিন দিয়ে যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

অটোপাস জাতীয় পার্টি জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর