Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের সিনোফার্মের ৯১ হাজার ভ্যাকসিন পেল চট্টগ্রাম

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২১ ১২:২৪ | আপডেট: ১৮ জুন ২০২১ ১৫:৫৯

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া চীনের সিনোফার্মের ভ্যাকসিনের মধ্যে ৯১ হাজার ২০০ ডোজ করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন পেয়েছে চট্টগ্রাম। এর আগে দুই দফায় চট্টগ্রাম অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৭ লাখ ৬২ হাজার করোনা ভ্যাকসিন পেয়েছিল।

শুক্রবার (১৮ জুন) সকাল ৭টার দিকে ঢাকা থেকে আসা ভ্যাকসিনগুলো চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি নিজ দফতরে গ্রহণ করেন। এসময় ভ্যাকসিন গ্রহণকারী দলের সদস্য হিসেবে সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সিনোফার্মের এই ভ্যাকসিনগুলো একটি ফ্রিজার ভ্যানে করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আসে। এরপর ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কক্ষে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি সারাবাংলাকে বলেন, ‘চীনের সিনোফার্মের ভ্যাকসিনগুলো প্রয়োগের বিষয়ে আমরা কাল (শনিবার) বৈঠক করে সিদ্ধান্ত নেব। কাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রে প্রয়োগ শুরু হতে পারে। তবে এবার আগের মতো একাধিক কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে না।’

সংশ্লিষ্টরা জানান, সিনোফার্মের এসব ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আগে যারা নিবন্ধন করেছেন তারা অগ্রাধিকার পাবেন। নিবন্ধন বহির্ভূত কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না। এর বাইরে ফ্রন্টলাইনার, মেডিকেল শিক্ষার্থী, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও চীনা নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।

চীন গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ ভ্যাকসিন বাংলাদেশে পাঠায়। এরপর গত ২১ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ফোনালাপ হয়। ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ ভ্যাকসিন উপহার দেওয়ার কথা জানান।

বিজ্ঞাপন

এরপর গত ১৩ জুন বাংলাদেশকে দেওয়া চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছায়। চীনের সিনোফার্মের তৈরি ওই ভ্যাকসিন ও সিরিঞ্জ নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর দু’টি সি–১৩০জি বিমান বাংলাদেশ বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে এসে পৌঁছায়।

এর আগে, গত ৩১ জানুয়ারি চট্টগ্রামে প্রথম দফায় ৪ লাখ ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছে। দ্বিতীয় দফায় ৯ এপ্রিল এসে পৌঁছে তিন লাখ ছয় হাজার ডোজ। তবে সেই ভ্যাকসিনগুলো ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ব্র্যান্ডের ভ্যাকসিন।

চট্টগ্রামে চার লাখেরও বেশি মানুষ এরই মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয়  ডোজ পেয়েছেন। তবে প্রথম ডোজ পাওয়ার পর দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে পারেননি প্রায় দেড় লাখ মানুষ।

সারাবাংলা/আরডি/টিআর

করোনা ভ্যাকসিন চীনের ভ্যাকসিন টপ নিউজ সিনোফার্ম

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর