Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে কোটি টাকা লুটের ঘটনায় আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২১ ১১:৫৩ | আপডেট: ২১ জুন ২০২১ ২২:২০

ঢাকা: রাজধানীতে ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট লুট হয়েছে। ওই ভল্টের তিন থেকে চার কোটি টাকা খোয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) রাতেই ভল্ট থেকে টাকা সরানোর বিষয়টি পুলিশকে অবহিত করে ঢাকা ব্যাংক। রাতেই ব্যাংকের দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ জুন) সকালে বংশাল থানায় কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সারাবাংলাকে বলেন, ভল্ট থেকে কী পরিমাণ টাকা লুট হয়েছে, সেটি এখনো সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। তবে রিফাতুল হক ও এমরান আহমেদ নামে দু’জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ইন্টার্নাল অডিটে ভল্ট থেকে টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার রাতেই সেটি পুলিশকে অবহিত করা হয়। তার পরিপ্রেক্ষিতেই ব্যাংকের দুই কর্মকর্তাকে আটক করা হয়।

বংশাল থানা পুলিশ বলছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি দুদকের সঙ্গে সম্পৃক্ত। ফলে মামলা চূড়ান্ত হলে আসামিদের গ্রেফতার করে পুলিশ দুদকের কাছে হস্তান্তর করবে।

সারাবাংলা/টিআর

টপ নিউজ ঢাকা ব্যাংক বংশাল শাখা ভল্ট লুট