Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় পর্যায়ে ঘর পাচ্ছে ২৬১৯ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২১ ০০:৩৯

চাঁপাইনবাবগঞ্জ: গৃহহীনদের ঘর উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জে ঘর উপহার পাচ্ছে গৃহহীন আরও ২ হাজার ৬১৯টি পরিবার। রোববার (২০ জুন) সকালে ভার্চুয়াল অনুষ্ঠানে এসব ঘর হস্তান্তরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক জানান, জেলায় প্রথম দফায় ১ হাজার ৩১৯টি পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর হস্তান্তর করা হয়। দ্বিতীয় পর্যায়ে এই তালিকায় যুক্ত হচ্ছে আরও ২ হাজার ৬১৯ পরিবার। সব মিলিয়ে দুই ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৩ হাজার ৯৩৮টি গৃহহীন পরিবার পাচ্ছে এই ঘর।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, রোববার সকালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব পরিবারের কাছে ঘর হস্তান্তরের প্রক্রিয়া উদ্বোধন করবেন। এরপরই গৃহহীন পরিবারের কাছে বাড়ির চাবি ও জমির দলিল বুঝিয়ে দেওয়া হবে।

তিনি জানান, দ্বিতীয় পর্যায়ে ২ হাজার ৬১৯টি পরিবারের মধ্যে সদর উপজেলায় ৫০৮টি, শিবগঞ্জে ৩০০টি, গোমস্তাপুরে ৫০০টি, নাচোলে ৫০০টি ও ভোলাহাটে ৮১১টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর এই উপহার।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, দ্বিতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীনদের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১ হাজার ৪১৯টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে আরও ১২শ ঘরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে আবেদন করলে তা মঞ্জুর হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, প্রত্যেকটি ঘরেরজন্য ১ লাখ ৯১ হাজার করে টাকা সরকারি বরাদ্দ রয়েছে। তবে ঘরগুলো আরও মজবুত ও বাসযোগ্য করতে জেলা প্রশাসনের তহবিল থকে বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে জেলার পদ্মা ও মহানন্দা নদী তীরবর্তী ভাঙন কবলিত পরিবারগুলোকে প্রধান্য দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সারাবাংলা/টিআর

আশ্রয়ণ প্রকল্প-২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর