ময়মনসিংহে দ্বিতীয় পর্যায়ে ঘর পাচ্ছে গৃহহীন ৬৪৫ পরিবার
১৮ জুন ২০২১ ০০:১০ | আপডেট: ১৮ জুন ২০২১ ০০:৩০
ময়মনসিংহ: অসহায় গৃহহীনদের থাকার ব্যবস্থা করে দিতে আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও ৫৩ হাজার পরিবারকে জমি ও ঘর দিচ্ছে সরকার। এ পর্যায়ে ময়মনসিংহ জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার এই প্রকল্পের আওতায় ঘর পাচ্ছে ৬৪৫টি গৃহহীন পরিবার। এসব পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বিধবা ও প্রতিবন্ধীসহ উদ্বাস্তু অসহায় ও বয়স্ক মানুষ।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলায় গৃহহীনদের জন্য জমি ও বাড়ি হস্তান্তরের সব প্রক্রিয়া শেষ হয়েছে। এখন কেবল প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে হস্তান্তরের আনুষ্ঠানিকতা বাকি।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রোববার (২০ জুন) প্রধানমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৫৩ হাজার ৩৪০টি গৃহহীন পরিবারের মধ্যে জমি ও ঘর হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এর আগে, গত ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে দেশের প্রায় ৭০ হাজার গৃহহীন পরিবারের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবার ময়মনসিংহ জেলায় ১ হাজার ৩০৫টি গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর এ উপহার পেয়েছিল।
সারাবাংলা/টিআর