Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিড়ি ভোক্তাদের ৪ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২১ ২০:২২

ঢাকা: নিম্নস্তরের সিগারেটের মূল্যস্তর বৃদ্ধিসহ চার দফা দাবি জানিয়েছে বিড়ি ভোক্তা পক্ষ। বৃহষ্পতিবার (১৭ জুন) ভৈরব টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনে আয়োজিত প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় এ দাবি তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোক্তা পক্ষের সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মো. মাসুদ মিয়া, রাজু আহমেদ, আরমান খানসহ অন্যরা।

লিখিত বক্তব্যে মো. হারুন মিয়া বলেন, ‘বিড়ি দেশীয় কুটির শিল্প। এ শিল্পে নিয়োজিত শ্রমিক ও ভোক্তা সবাই দরিদ্র শ্রেণির। অপরদিকে ধনী শ্রেণির মানুষ সিগারেট ধূমপান করে। কিন্তু গত বাজেটে বিড়িতে প্রতি প্যাকেটে বৃদ্ধি করা হয়েছিল ৪ টাকা। অপরদিকে বিড়ির প্রতিযোগী নিম্নস্তরের সিগারেটে বৃদ্ধি করা হয়েছিল মাত্র ২টাকা। বর্তমান বাজারে নিম্নস্তরের সিগারেট ভোক্তাই বেশি। এ সব নিম্নস্তরের সিগারেটের সিংহভাগই বিদেশি বহুজাতিক কোম্পানির দখলে। ফলে বিদেশি সিগারেট কোম্পানিগুলো বিড়ির বাজার সহজেই দখল করে এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাচ্ছে। অথচ দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প ধ্বংস হয়ে শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। যা চরম বৈষম্যমূলক ও হতাশাজনক।’

ভোক্তা পক্ষের অন্যান্য দাবির মধ্যে রয়েছে গত বাজেটে বিড়ির ওপর প্রতি প্যাকেটে বৃদ্ধিকৃত ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহার, সিগারেটের ন্যায় বিড়ি বন্ধের মেয়াদ একই রাখা, নকল বিড়ির ব্যবসা বন্ধ করা।

সংবাদ সম্মেলন থেকে ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সারাবাংলা/ইএইচটি/একে

নিম্নস্তরের সিগারেট বাজেট বিড়ি ভোক্তা