Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জজ কোর্টেও জামিন মেলেনি ছাত্র অধিকারের ২৫ নেতাকর্মীর

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২১ ১৯:১৫

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী মোদি বিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২৫ নেতাকর্মীর জামিনের আবেদন জজ কোর্টেও না মঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এর ভার্চুয়াল আদালত জামিন নামঞ্জুরের এ আদেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন- ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শাকিল উজ্জামান, রাজশাহী বিশ্বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিদ উদ্দিন তারেক, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মো. নাঈম, আসাদুজ্জামান, যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম পাঠান, আব্দুর রউফ, ইব্রাহীম খোকন, আল আমিন মিনা, মো. ইউনুস, মোস্তাক আহমেদ শিশির, সোহেল আহম্মেদ, শেখ খায়রুল কবির আহম্মেদ, সবুজ হোসেন, গোলাম তানভীর, হেমায়েত খলিফা, ইসমাইল হোসেন, রেজাউল করিম, মুনতাজুল ইসলাম, ক্বারী মাহমুদ বিন মনির, আজিম হোসেন, রুহুল আমিন, সোহেল মৃধা ও আল মাহমুদ জিহান।

এদিন আসামিপক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম ও সিরাজুল ইসলাম জামিন আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানিতে তারা বলেন, আসামিদের মধ্যে শাকিল উজ্জামান ও ইব্রাহীম খোকনের নাম এজাহারে নেই। আরেক আসামি আব্দুর রউফের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি মর্মে দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে প্রতিবেদনে বলা হয়েছে।

তারা আদালতকে আরও বলেন, অন্য আসামিদের ঘটনার পর আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে। তারা এজাহারে বর্ণিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। আসামিরা আড়াই মাসের বেশি সময় জেলহাজতে রয়েছেন। আমরা যেকোনো শর্তে তাদের জামিনের প্রার্থনা করছি।

বিজ্ঞাপন

অন্যদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার (এসি) ফরিদ আহমেদ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

জানা গেছে, আসামিদের মধ্যে শাকিল, ইব্রাহীম, আল আমিনকে ২৮ মার্চ, মাজহারকে ২৯ মার্চ ও বাকি ২০ জনকে ২৫ মার্চ ঘটনার দিন গ্রেফতার করেন। শাকিল ও ইব্রাহীমের নাম এজাহারে নাই এবং মাজহার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমেনর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তারা। ওই ঘটনায় দায়ের করা মামলায় ৫১ জনকে আসামি করা হয়।

সারাবাংলা/এআই/পিটিএম

২৫ নেতাকর্মী ছাত্র অধিকার জামিন নামঞ্জুর

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর