Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটিও নমুনা পরীক্ষা হয়নি শরীয়তপুরে, ১৩ জেলায় ৫০-এর কম

সারাবাংলা ডেস্ক
১৭ জুন ২০২১ ১৮:৫৮ | আপডেট: ১৭ জুন ২০২১ ২০:৫৯

ফাইল ছবি

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নাম নেই। বরং গত সপ্তাহ দুয়েক সময়ে সংক্রমণ ও মৃত্যু থেকে শুরু করে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবারই বলে আসছেন, যত বেশি সম্ভব মানুষকে করোনা পরীক্ষার আওতায় আনতে হবে। তার অর্থ, নমুনা পরীক্ষা বাড়াতে হবে। দেশের অনেক জেলাতেই যে সেটি সম্ভব হচ্ছে না, সেটি স্পষ্ট হয়ে উঠছে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের শরীয়তপুর জেলায় কোনো নমুনাই পরীক্ষা করা হয়নি! শুধু তাই নয়, আরও ১৩টি জেলায় নমুনা পরীক্ষা হয়েছে ৫০টির কম। ৫০টির চেয়ে বেশি এবং একশটির চেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৭টি জেলায়। অর্থাৎ ৩১টি বা দেশের প্রায় অর্ধেক জেলাতেই নমুনা পরীক্ষা একশ’র নিচে। কেবল রাজশাহী বিভাগেরই কোনো জেলা নেই এই ৩১টি জেলার মধ্যে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা ও সংক্রমণ শনাক্তের চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় শরীয়তপুর জেলায় একটি নমুনাও পরীক্ষা করা হয়নি। স্বাভাবিকভাবেই এই জেলায় কোনো সংক্রমণও শনাক্ত হয়নি এই সময়ে।

আরও পড়ুন- আজও শনাক্ত সাড়ে ৩ হাজারের বেশি, সংক্রমণের হার ১৫% ছাড়িয়ে

সর্বনিম্ন নমুনা পরীক্ষায় শরীয়তপুরের পরেই রয়েছে বান্দরবান ও ভোলা। প্রথম জেলায় মাত্র ছয়টি এবং দ্বিতীয় জেলায় মাত্র ১৭টি নমুনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টা। তবে এই দুই জেলাতেও নামমাত্র নমুনা পরীক্ষায় কোনো সংক্রমণ শনাক্ত হয়নি।

এছাড়া আরও ১১টি জেলায় নমুনা পরীক্ষা ছিল ৫০-এর নিচে। জেলাগুলো হলো— লালমনিরহাট, বরগুনা, মেহেরপুর, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, খাগড়াছড়ি, মাগুরা, পটুয়াখালী ও লক্ষ্মীপুর।

এই জেলাগুলোর মধ্যে লালমনিরহাটে ২২টি নমুনা পরীক্ষা করে ১১টি (সংক্রমণের হার ৫০ শতাংশ), বরগুনায় ২৭টি নমুনা পরীক্ষা করে তিনটি (১১ শতাংশ), মেহেরপুরে ৩৩টি নমুনা পরীক্ষা করে ১৯টি (৫৭ শতাংশ), কুড়িগ্রামে ৩৩টি নমুনা পরীক্ষা করে ১৩টি (৩৯ শতাংশ), সুনামগঞ্জে ৩৫টি নমুনা পরীক্ষা করে ৫টি (১৪ শতাংশ) ও পঞ্চগড়ে ৩৬টি নমুনা পরীক্ষা করে ১২টি (৩৩ শতাংশ) নমুনায় সংক্রমণ শনাক্ত হয়েছে।

আরও পড়ুন- ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৬৩

এছাড়া মাদারীপুরে ৪০টি নমুনা পরীক্ষা করে ৯টি (২২ শতাংশ), খাগড়াছড়িতে ৪৪টি নমুনা পরীক্ষা করে ১৩টি (২৯ শতাংশ), মাগুরায় ৪৬টি নমুনা পরীক্ষা করে ২১টি (৪৫ শতাংশ), পটুয়াখালীতে ৪৭টি নমুনা পরীক্ষা করে চারটি (৮ শতাংশ) ও লক্ষ্মীপুরে ৪৯টি নমুনা পরীক্ষা করে চারটি (৮ শতাংশ) নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

একশ’র নিচে নমুনা পরীক্ষা আরও ১৭ জেলায়

৫০-এর চেয়ে বেশি এবং একশ’র চেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৭টি জেলায়। এর মধ্যে রংপুরে ৫২টি নমুনা পরীক্ষা করে সাতটি, পিরোজপুরে ৫৫টি নমুনা পরীক্ষা করে ১৭টি, ঝালকাঠিতে ৫৭টি নমুনা পরীক্ষা করে ১৩টি, মুন্সীগঞ্জে ৫৭টি নমুনা পরীক্ষা করে ছয়টি, হবিগঞ্জে ৬০টি নমুনা পরীক্ষা করে ৪টি, রাজবাড়ীতে ৬১টি নমুনা পরীক্ষা করে ২০টি, নেত্রকোনায় ৬৮টি নমুনা পরীক্ষা করে ৬টি, ঝিনাইদহে ৬৮টি নমুনা পরীক্ষা করে ৩১টি ও মানিকগঞ্জে ৭৬টি নমুনা পরীক্ষা করে ৪টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

এছাড়া রাঙ্গামাটিতে ৮৫টি নমুনা পরীক্ষা করে ৬টি, গাইবান্ধায় ৮৭টি নমুনা পরীক্ষা করে ১১টি, মৌলভীবাজারে ৯১টি নমুনা পরীক্ষা করে ২১টি, নড়াইলে ৯১টি নমুনা পরীক্ষা করে ৩৮টি, নরসিংদীতে ৯২টি নমুনা পরীক্ষা করে ৫টি, ঠাকুরগাঁওয়ে ৯৩টি নমুনা পরীক্ষা করে ৪৭টি, ফেনীতে ৯৬টি নমুনা পরীক্ষা করে ৩৬টি ও চাঁদপুরে ৯৭টি নমুনা পরীক্ষা করে ১৭টি নমুনায় করোনা সংক্রমণ পাওয়া গেছে।

বিভাগভিত্তিক নমুনা পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা মহানগর এলাকাসহ ঢাকা জেলাতেই নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৬৫৩টি। সব মিলিয়ে ঢাকা বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৫৬২টি। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৮৩১টি, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৯৩৬টি, রাজশাহী বিভাগে ৪ হাজার ২৯০টি, রংপুর বিভাগে ১ হাজার ২৫০টি, খুলনা বিভাগে ২ হাজার ৭৮টি, বরিশাল বিভাগে ৩৪০টি এবং সিলেট বিভাগে ৫৮৪টি নমুনা পরীক্ষা হয়েছে।

সারাবাংলা/টিআর

করোনা মোকাবিলা. স্বাস্থ্য অধিদফতর করোনাভাইরাস কোভিড-১৯ নমুনা পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর