Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ বছরের ঊর্ধ্বে সব মানুষের ভ্যাকসিন চায় ওয়ার্কার্স পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২১ ১৬:৩৪

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে অবিলম্বে জনগণের সব অংশকে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দেওয়ার বয়সসীমা ১৮ বছরের ঊর্ধ্বে করতে হবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) পলিটব্যুরোর সভা ভার্চুয়াল (জুম) মাধ্যমে কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় পার্টির গৃহীত করোনা অতিমারি মোকাবিলায় জীবন ও জীবিকা রক্ষায় জনগণ পাশে দাঁড়াতে ১৮ দফা নির্দেশনা কর্মসূচির কার্যক্রম সম্পর্কে রিপোর্ট তুলে ধরেন সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

আলোচনায় বলা হয়, সরকার বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন জোগানের কথা বললেও বাস্তবে ভ্যাকসিন প্রাপ্তির তেমন কোনো আলামত দেখা যাচ্ছে না। ফলে দ্রুত সময়ের মধ্যে জনগণের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা হতাশায় পরিণত হচ্ছে।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে ভ্যাকসিন নিয়ে রাজনীতি ও কূটনীতি বাদ দিয়ে যে কোনোভাবে পর্যাপ্ত ভ্যাকসিন সংগ্রহ করে তা দেশের বেশির মানুষকে প্রদানে ভ্যাকসিনেশন কর্মসুচির একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ভ্যাকসিন কর্মসূচি শুরু করে তা স্থগিত রাখায় সরকারের ভ্যাকসিন কর্মসূচির প্রাথমিক সাফল্যকে ম্লান করেছে, তেমনি জনগণের জীবন ও জীবিকাকেও ঝুঁকিতে ফেলেছে।

প্রস্তাবে বলা হয়, করোনা সংক্রমণে শিক্ষা ব্যবস্থায় যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তা থেকে উদ্ধার পেতে জরুরি ভিত্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক।

সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমেদ বকুল, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, হাজী বশিরুল আলম, নজরুল ইসলাম হাক্কানী, আলী আহমেদ এনামুল হক এমরান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

ওয়ার্কার্স পার্টি করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর