Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের হল খোলা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২১ ১৫:০৩ | আপডেট: ১৭ জুন ২০২১ ১৫:৫৫

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দেওয়ার পর আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। এরপর শিক্ষা কার্যক্রম আগের মতো চালু হবে।

বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় সংসদে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। এই ভ্যাকসিন কর্মসূচি আবাসিক শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ক্ষতিপূরণে প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব সক্ষমতা ও বাস্তবতা অনুযায়ী পুনরুদ্ধার পরিকল্পনা প্রস্তুত করে তা বাস্তবায়নে কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি গাইডলাইন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে। এছাড়া সারাবছরই যাতে শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশ নিতে পারে সেজন্য একটি ডেডিকেটেড চ্যানেল চালুর বিষয় বিবেচনাধীন।’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম ফেরদৌসী ইসলামের অপর এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেশের প্রতিটি জেলায় অন্তত একটি বিশ্ববিদ্যালয় এবং প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৬টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। যেসব জেলায় একটিও বিশ্ববিদ্যালয় নেই সেখানে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।’

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। নীতিমালার আলোকে যোগ্যতার ভিত্তিতে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হয়ে থাকে।’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১৩ সালে তিনটি ধাপে ২৬ হাজার ১৯৩ টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় জাতীয়করণ করা হয়।’

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

টপ নিউজ ভ্যাকসিন শিক্ষার্থী সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর