নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
১৭ জুন ২০২১ ১০:৫৫ | আপডেট: ১৭ জুন ২০২১ ১০:৫৬
লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে ধরলা নদীতে ডুবে লাশ হয়ে ফিরল আট বছর বয়সী শিশু রাজিব। বুধবার (১৬ জুন) দুপুরের দিকে পাটগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সোহাগপুর গ্রামে ধরলা নদী থেকে রাজিবের মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী ।
রাজিব উপজেলার কচুয়ারপাড় গ্রামের এরশাদ হোসেনের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের সবার অজান্তে নানার বাড়ির নিকটবর্তী ধরলা নদীতে গোসল করতে যায় শিশু রাজিব। নানার বাড়ির লোকজন রাজিবকে অনেকক্ষণ বাড়িতে দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর এক দেড় ঘণ্টা পর ধরলা নদীতে একটি মরদেহ পানিতে ভাসতে দেখে। পরে নদী থেকে মরদেহটি উদ্ধার করার পর লাশটি নানা বাড়ির লোকজন রাজিবের লাশ বলে শনাক্ত করেন।
রাজিবের মামা বিপুল হোসেন বলেন, ভাগ্নে রাজিব একজন মানসিক প্রতিবন্ধী। সে পাটগ্রাম পৌরসভার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে মৃগী রোগে আক্রান্ত। তাকে চোখে চোখে রাখা হত। সে সবার অজান্তেই নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সারাবাংলা/এসএসএ