চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি গুলিবিদ্ধ
স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২১ ১০:২৫ | আপডেট: ১৭ জুন ২০২১ ১০:২৬
১৭ জুন ২০২১ ১০:২৫ | আপডেট: ১৭ জুন ২০২১ ১০:২৬
চট্টগ্রাম ব্যুরো: নগরীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ সাইফুল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ১৮ মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
বুধবার (১৬ জুন) রাত ১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার এশিয়ান হাইওয়ে লিংক রোডে এ ঘটনা ঘটেছে বলে নহর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আব্দুর রউফ জানিয়েছেন।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে জানান, রাতে এশিয়ান হাইওয়ে লিংক রোডে এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির গেইটের দক্ষিণ-পশ্চিমে পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে অতর্কিতে গুলিবর্ষণের পর উভয়পক্ষে বন্দুকযুদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে গ্রেফতার করা হয়।
বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি ওসি কামরুজ্জামানের।
সারাবাংলা/আরডি/এসএসএ