Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ মাস পিছিয়ে কৃষির গুচ্ছ ভর্তি পরীক্ষা ৪ সেপ্টেম্বর

শেকৃবি প্রতিনিধি
১৭ জুন ২০২১ ০১:২৩ | আপডেট: ১৭ জুন ২০২১ ০২:২১

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ দ্বিতীয়বারের মতো পরিবর্তন করা হয়েছে। ৩১ জুলাই থেকে এক মাসেরও বেশি সময় পিছিয়ে এই পরীক্ষার তারিখ ৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছে কেন্দ্রীয় ভর্তি কমিটি।

বুধবার (১৬ জুন) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য ড. মো গিয়াসউদ্দিন মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বশেমুরকৃবি উপাচার্যের সভাপতিত্বে সমন্বিত পদ্ধতিতে ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির পঞ্চম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পর্যালোচনা করে ৩১ জুলাই থেকে পিছিয়ে ৪ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়।

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবার ৮০ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। পরীক্ষা নীতি অনুযায়ী এ বছর ৩ হাজার ৪১৯ আসনের বিপরীতে ৩৪ হাজার ১৯০ জন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সারাবাংলা/টিআর

কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর