Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাছান মাহমুদ নতুন নতুন তথ্য সৃষ্টির মন্ত্রী: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ২২:২৩ | আপডেট: ১৭ জুন ২০২১ ০৩:৩৬

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে ‘নতুন নতুন তথ্য’ সৃষ্টির মন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘জিয়াউর রহমান হাজার হাজার গাছ কেটেছিলেন’— তথ্যমন্ত্রীর এরকম বক্তব্যের জবাব দিতে গিয়ে মঙ্গলবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল আলোচনায় তিনি এ আখ্যা দেন।

মির্জা ফখরুল বলেন, ‘উনাদের (সরকার) একজন তথ্যমন্ত্রী আছেন, যার কাজ হচ্ছে প্রত্যেকদিন নতুন নতুন তথ্য সৃষ্টি করা। আজকের পত্রিকায় দেখলাম উনি একটি নতুন তথ্য সৃষ্টি করেছেন। গাছের ফাঁক থেকে গুলি হওয়ার আশঙ্কায় গাছ কাটেন জিয়াউর রহমান।’

তিনি বলেন, ‘আজ পর্যন্ত এ ধরনের কথা শুনিইনি যে জিয়াউর রহমান গাছ কেটেছেন। অথচ ‍উনি (হাছান মাহমুদ) তা নতুন আবিষ্কার করেছেন। আমি অসুস্থাবস্থায় যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম তখন সেখানকার বোটানিক্যাল গার্ডেনের একজন কেয়ারটেকার একটা গাছ দেখিয়ে আমাকে বলেছিলেন, এই গাছটা রোপণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সৌদি আরবের আরাফাত ময়দানে অসংখ্য নিমগাছ লাগানো আছে, সেগুলোকে বলা হয় জিয়া ট্রি।’

‘আমরা জানি ওই সময়ে একটা আন্দোলন ছিল গাছ লাগানো। সবুজ বিপ্লব ছিল এবং খাল খনন কর্মসূচি, সবুজায়ন কর্মসূচি ছিল তার দায়িত্ব’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, সোমবার (১৫ জুন) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের চার মাসব্যাপী চারা রোপণ ও পরিচর্যার এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ঢাকার রাস্তার দুই পাশে গাছপালা ছিল, সেই গাছপালা জিয়াউর রহমান কেটে ফেলেন। জিয়াউর রহমানকে নাকি, কেউ একজন বলেছিল গাছের ফাঁক দিয়ে আপনাকে গুলি করতে পারে। সে জন্য সব গাছ কেটে ফেলেছে। ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য জিয়াউর শুধুমাত্র সেনাবাহিনীর কয়েক হাজার অফিসার আর জোয়ানকে হত্যা করেছে তা নয়, ঢাকা শহরের হাজার হাজার গাছও কেটে ফেলেছে।’

বিজ্ঞাপন

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সঞ্চালনায় গোল টেবিল আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সাংবাদিক শওকত মাহমুদ, আবদুল হাই শিকদার, ড. রেজোয়ান সিদ্দিকী, এম এ আজিজ, এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী ও ইলিয়াস খান।

সারাবাংলা/এজেড/একে

টপ নিউজ ড. হাছান মাহমুদ ফখরুল বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর