Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাচ-বাংলা ব্যাংকের আড়াই কোটি টাকা আত্মসাৎ: ৩ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ২১:৪১

ঢাকা : ডাচ-বাংলা ব্যাংকের ২ কোটি ৫৭ লাখ এক হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ জুন) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন। এ ছাড়া সায়েমা আক্তার নামে এক নারীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তার জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন আসাদুজ্জামান আসাদ, মেহেদী হাছান মামুন ও আল আমীন বাবু।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আসাদুল ইসলাম মতিঝিল থানায় দায়ের করা মামলায় আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।

গত ১৫ জুন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের একটি দল ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এটিএম মনিটরিং রোস্টার টিমে কর্মরত অবস্থায় আসামি রনি নিজে উপস্থিত থেকে এবং কৌশলের মাধ্যমে বিভিন্ন এটিএমের ইলেট্রনিক জার্নাল পরিবর্তন করে ৬৩৭টি অ্যাকাউন্টের মাধ্যমে ১৩৬৩টি লেনদেন করিয়ে ২ কোটি ৫৭ লাখ ১০০০ টাকা টাকা আত্মসাৎ করে দেশ ত্যাগ করেন। তদন্তে তার স্ত্রীর অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পায় ডিবি পুলিশ।

সারাবাংলা/এআই/একে

অর্থ আত্মসাৎ ডাচ-বাংলা ব্যাংক ডিবি পুলিশ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর