Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ১২ লাখ টন জ্বালানি তেল ও এলএনজি আমদানি প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ২১:১৩

ঢাকা : প্রায় সাড়ে ১২ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল ও ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (১৬ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন এক ভার্চুয়াল ব্রিফিং-এ সাংবাদিকদের এ সব তথ্য জানান।

তিনি বলেন, ‘বৈঠকে চলতি পঞ্জিকা বছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বিভিন্ন ক্যাটাগরির ১২ লাখ ৩৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পাঁচটি প্যাকেজে চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এই পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’ (বিপিসি)। এতে মোট ব্যয় হবে ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকা।’

জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে সিঙ্গাপুরের ‘ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ (প্যাকেজ-এ); ‘পেট্রো চায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড (প্যাকেজ-বি ও সি); সিঙ্গাপুরের ‘ভিটল এশিয়া পিটিই লিমিটেড’ (প্যাকেজ-ডি) ও ‘আমিরাতস ন্যাশনাল অয়েল কোম্পানি পিটিই লিমিটেড’ (প্যাকেজ-ই)।

তিনি জানান, বৈঠকে স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে এলএনজির পরিমাণ ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ। যুক্তরাষ্ট্রের ‘মেসার্স এক্সিলারেট এনার্জি এলপি থেকে এই এলএনজি কার্গো আমদানি করবে পেট্রোবাংলা।

বিজ্ঞাপন

এলএনজি কার্গো আমদানিতে ব্যয় হবে প্রায় ৩১৩ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার টাকা।

সারাবাংলা/জিএস/একে

ক্রয় সংক্রান্ত কমিটি জ্বালানি তেল মন্ত্রিসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর